বিনোদন

মা দিবসে তারকাদের মন্তব্য

সাধারণত তারকারা যখন কথা বলেন তখন আমরা শুনি। কিন্তু তারকারা যখন মায়েদের সম্বন্ধে বলেন তখন আমরা একটু বেশিই মনযোগ দিয়ে শুনি। কারন সন্তান ছাড়া মায়ের সম্বন্ধে অন্য কেউ ভালো জানেন না এবং ভালো বলতেও পারেন না। মা দিবসকে সামনে রেখে হলিউডের নামিদামী তারকারা নানা মন্তব্য করেছেন। জাগো নিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-এ্যাঞ্জেলিনা জোলিমাঝে মাঝে আমি যখন পৃথিবীর উপর বিরক্ত হই, তখন মনে করি আমার ছেলের সাথে বসে দুটো কথা বলা দরকার। এবং সে জীবন সম্বন্ধে কি ভাবে তা শোনা উচিত। আমার সন্তানের চিন্তা ভাবনা আমাকে পরিপূর্ণতা এনে দেয়।নিকোল কিডম্যানমাতৃত্ববোধ আমাকে আমার সন্তানের দুঃখ ঘোচাতে অনুপ্রেরণা দেয়।আমার সন্তানের কষ্টকর অনূভূতিগুলো আমাকে যন্ত্রণা দেয়। সালমা হায়েকআমার সন্তান ভ্যালেন্টিনার যখন মাত্র ১ মাস বয়স, তখন আমার আন্টি আমাকে সবচাইতে মূল্যবান উপদেশটি দিয়ে বলেছিলো ‘আমি যেনো আমার সন্তানকে প্রতিরাতে নিজের সাথে নিয়ে ঘুমাই। তাকে শক্তকরে জড়িয়ে ধরে গান শোনাই। কারণ জীবনের একটা সময় হয়তো আমি চাইলেও এই সুযোগটি আর পাব না।’টেইলর সুইফটআমি এবং আমার মা সব সময় ভালো বন্ধু। আমার মনে আছে আমি যখন হাইস্কুলে পড়ি তখন আমার কোন ভালো বন্ধু ছিলোনা। কিন্তু আমার মা তখনও আমাকে বেশ ভালো সঙ্গ দিয়েছিলো।সেলেনা গোমেজমা সব সবসময় তার স্নেহের বলয় দিয়ে আমাকে ঘিরে ছিলেন। আমার জন্য নিজের তিনটা চাকরি বিসর্জন দিয়েছেন। আমার ক্যারিয়ার গড়তে সমর্থন জুগিয়েছেন। মূলকথা তার পুরো জীবনটাই আমার জন্য উৎসর্গ করে গেছেন। রিহান্নাআমি এখনো জানিনা সে (মা) এটা কিভাবে করতো। সে সব সময় আমাদের সকল প্রকার সমস্যা এমনকি আর্থিক সমস্যাও কখনো বুঝতে দিতোনা। আমি এখনো প্রতি চার সপ্তাহ পর পর মায়ের কাছে ছুটে যাই। জেসিকা অ্যালবাঅনেক সময়ের প্রয়োজন। যা আমি আমার সন্তানকে দিতে পারিনা। কিন্তু এটা ওদের প্রাপ্য।আরএএইচ/এলএ/আরআইপি

Advertisement