প্রবাস

শেফিল্ড বিএনপির প্রতিবাদ সভা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্যের শেফিল্ড শাখা বিএনপি।

Advertisement

সম্প্রতি শেফিল্ড বিএনপির হলরুমে আয়োজিত ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মো. শাহজাহান গৌরি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আক্তার আলী।

সভায় দফতর সম্পাদক মাকসুদুল হক মুন্না বলেন, সরকার এখন জনবিচ্ছিন্ন। তারা ৫ জানুয়ারির নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় এসে গণতন্ত্র হত্যার মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বাংলাদেশে এখন কথা বলার স্বাধীনতা নেই।

সাধারণ সম্পাদক আক্তার আলি বলেন, আগামী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে সরকার সর্বত্র একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। জাতীয়তাবাদী শক্তি বেঁচে থাকতে বাংলার বুকে যা কখনোই সফল হবে না।

Advertisement

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বোরহান উদ্দিন, আব্দুল কুদ্দুস শোয়েব, মাকসুদুল হক মুন্না, সুজন মিয়া, মো. খায়ের, হুমায়ুন কবির প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শেফিল্ড বিএনপির সহ-সভাপতি মুক্তার আলী, তানজুম জাবেদ, রানা, জনি প্রমুখ।

এমএমজেড/পিআর

Advertisement