ধান চাষে সার একটি অত্যাবশকীয় বস্তু। সার ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব হয়ে পড়ে। এমনকী ধান চাষে সারের সুষম, পরিমিত, সময়মত ও নিয়মমাফিক ব্যবহারও অতীব গুরুত্বপূর্ণ। ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার করে সুষম মাত্রায় জমিতে সার ব্যবহার নিশ্চিত করা যায়। জেনে নিন গুটি ইউরিয়ার সঠিক ব্যবহার। আজ পড়ুন শেষ পর্ব-
Advertisement
রোপণকৃত ধানের জন্যএলোমেলোভাবে রোপণকৃত ধানের জমিতেও গুটি ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক গুটি একটি স্থানে স্থাপনের পর ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) দূরত্ব বজায় রেখে ডানে-বায়ে এবং সামনের দিকে গুটি স্থাপন করে এগিয়ে যেতে হবে। এতে হয়তো প্রতি গোছার সমদূরত্বে গুটি স্থাপন সম্ভব না-ও হতে পারে। কিন্ত ফলনের দিক থেকে ফসল ভালোই হয়ে থাকে।
সুফল লাভে অবশ্য করণীয়• ইউরিয়া ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব সার ব্যবহার করুন।• উচ্চ ফলনশীল জাতের ভালো বীজ ব্যবহার করুন।• যে জমিতে পানি কম চুষে যায়, সে সব জমিতে গুটি প্রয়োগ করুন। বেলে মাটিতে গুটি ইউরিয়া ব্যবহার করবে না।• ভালো ফলনের জন্য লাইনে রোপণকৃত ধানে গুটি ইউরিয়া প্রয়োগ করুন।• সময়মত পোকামাকড় দমন করুন।• সময়মত সেচ দিন যাতে পানির অভাব না হয়।• সময়মত আগাছা দমন করুন।
অন্যান্য ব্যবহারবাঁধাকপি, ফুলকপি এবং বেগুন চাষে ইউরিয়ার পরিমাণ থেকে শতকরা ১০-২০ ভাগ কম পরিমাণ গুটি ইউরিয়া প্রয়োগ করেও লাভজনক ফলন পাওয়া গেছে। কিছু কিছু কৃষক মাছ চাষেও পুকুরে গুটি ইউরিয়া ব্যবহার করছেন। ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুড়া ইউরিয়া চেয়ে গুটি ইউরিয়ার ব্যবহার একটি লাভজনক প্রযুক্তি।
Advertisement
পার্থক্য• গুঁড়া ইউরিয়ার কার্যকারিতা মাত্র শতকরা ৩০ ভাগ। গুটি ইউরিয়ার কার্যকারিতা প্রায় শতকরা ৬০-৭০ ভাগ।• গুঁড়া ইউরিয়া নাইট্রোজেন গ্যাস আকারে উড়ে যায়। গুটি ইউরিয়া নাইট্রোজেন গ্যাস আকারে উড়ে যেতে পারে না।• গুঁড়া ইউরিয়া পানির সাথে চুঁয়ে মাটির গভীরে চলে যায়। গুটি ইউরিয়া পানির সাথে চুঁ মাটির গভীরে চলে যেতে পারে না।• গুটি ইউরিয়ার তুলনায় শতকরা ৩০-৪০ ভাগ বেশি পরিমাণে গুড়া ইউরিয়া প্রয়োগ করতে হয়।• গুঁড়া ইউরিয়া ২-৩ বার ইউরিয়া ছিটাতে হয়। গুটি ইউরিয়া একবার প্রয়োগই যথেষ্ট।• গুঁড়া ইউরিয়ায় ফসলের উৎপাদন কম হয়। গুটি ইউরিয়ায় উৎপাদন শতকরা ২০ থেকে ৩০ ভাগ বৃদ্ধি পায়।• গুঁড়া ইউরিয়ায় কৃষকের লাভ কম হয়। গুটি ইউরিয়া ব্যবহারে অধিক লাভ হয়।• গুঁড়া ইউরিয়া বাতাস ও পানি দূষণ করে। গুটি ইউরিয়ায় বাতাস ও পানি পরিষ্কার থাকে।• গুঁড়া ইউরিয়ায় আগাছা বেশি হয়। গুটি ইউরিয়ায় আগাছা কম হয়।
এসইউ/পিআর