জাতীয়

দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি দাবি

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য ৩ দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।গোবিন্দ চন্দ্র বলেন, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা পূজা উপলক্ষে একদিন সরকারি ছুটি পান। এতে তারা পূজার আনন্দ তো করতেই পারেন না, সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন থেকেও বঞ্চিত হন।তিনি বলেন, দুর্গাপূজার সপ্তমী,অষ্টমী ও নবমী হলো প্রধান তিনদিন। এ দিনগুলোতে পূজার ধর্মীয় অনুশাসনে মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে হয়।তাই দূর্গাপূজা উপলক্ষে মন্ত্রিপরিষদ মণ্ডলীর সভায় অথবা পরবর্তীতে আসন্ন সংসদীয় কমিটিতে প্রস্তাব পেশ করে এই তিনদিন সরকারি ছুটি ঘোষণার জন্য এ সময় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায় ও মুখপাত্র পলাশ কান্তি দে প্রমুখ।

Advertisement