ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য ২৩ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ দিন ধার্য করেন।অভিযোগপত্র গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। কিন্তু আসামিদের জেল খানা থেকে আদালতে হাজির না করায় আদালত এ দিন দার্য করেন।২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ বাসার সামনে রাজীবকে খুন করা হয়। এ বছরের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ সিএমএম আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রে উল্লেখ করা ৮ আসামি হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)।
Advertisement