বয়স ৩৯ ছুঁই ছুঁই করছে। ক্যারিয়ারের সোনালি সময়টা পার করে চলে এসেছেন। ভারতীয় জাতীয় দলের পাট চুকে-বুকে গেছে অনেক আগে। এখন ক্রিকেটকে পুরোপুরি গুডবাই জানানোর অপেক্ষায়। এই সময়ে এসে ভারতীয় পেসার জহির খান মনে করলেন, এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করা দরকার। সুতরাং, দীর্ঘদিনের বান্ধবী, অভিনেত্রী সাগরিকার সঙ্গে বাগদানটা সেরেই ফেললেন তিনি।
Advertisement
জহির-সাগরিকার এই বাগদান অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার রাত ছিল চাঁদের হাট। বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেট গাঁটছড়া বাঁধার ঐতিহ্য অনেকদিনের। সেই পরম্পরায় এবার ঢুকে গেলেন ভারতের অন্যতম সেরা বাঁ-হাতি বোলার জাহির খান ও ‘চাক দে’ গার্ল সাগরিকা ঘাটে।
একনজরে দেখে নেওয়া যাক এই বাগদান অনুষ্ঠানে তারকা সমাগমের ছবিটা। ‘বিরুস্কা’র উপস্থিতি। জাহির খান ও সাগরিকা ঘাটের বাগদানের রাতে একেঅপরের হাত ধরাধরি করে উপস্থিত হয়েছিলেন বিরাট কোহলি আর আনুশকা শর্মা। বাগদানের রাতে জমজমাট অতিথি সমাগমের মাঝে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল বিরাট কোহলি ও তার বান্ধবী আনুশকা শর্মার উপস্থিতি।
তবে শুধুমাত্র বিরুষ্কার উপস্থিতিই নয়, অনুষ্ঠানে সবার দৃষ্টি কেড়েছিলেন শচিন-অঞ্জলি জুটি। জাহির খানের মতো ক্রিকেটারের বিয়ে আর তাতে সস্ত্রীক মাস্টার ব্লাস্টার উপস্থিত থাকবেন না, তা কী হয়? এদিনের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের মধ্যে তাই দেখা গিয়েছিল শচীন টেন্ডুলকার ও স্ত্রী অঞ্জলি টেন্ডুলকারকে।
Advertisement
নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন ধাওয়াল কুলকার্নিও। উপস্থিত ছিলেন যুবরাজ সিংও। সতীর্থ জাহির খান বিয়ে করছেন আর প্রাণের বন্ধু যুবরাজ আসবেন না অনুষ্ঠানে, তা কী করে হয়! বন্ধু জাহিরের বাগদানের পার্টিতে তাই দেখা গেল ক্রিকেটার যুবরাজ সিংকে। সঙ্গে ছিলেন বলিউড তারকারাও।
অনুষ্ঠান আলো করে উপস্থিত ছিলেন সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই জয়ের খুশিতে এমনিতেই ঝকঝকে মুম্বাইর অধিনায়ক রোহিত শর্মা। তবে এদিন পার্টিতে সস্ত্রীক রোহিত ছিলেন আরও খোশমেজাজে। এলেন অজয় জাদেজাও। একসময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম হ্যান্ডসম ক্রিকেটার ছিলেন তিনি । স্ত্রী অদিতিও অজয় জাদেজার সঙ্গে এদিনের আসরে কেড়ে নেন সব লাইমলাইট।
নিমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে চলে এলেন পার্থিব প্যাটেল এবং মোহাম্মদ কাইফ। জাহির সাগরিকার বাগদানে তাদের দু’জনকেই দেখা গেল একসঙ্গে । ভারতীয় ক্রিকেটের এই দুই তারকার উপস্থিতিও ছিল বেশ উজ্জ্বল।
আইএইচএস/
Advertisement