শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষা যুগোপযোগী করার ফলে মাদ্রাসার শিক্ষার্থীরাও আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারছে। তারা ইসলামের আদর্শ ও মর্মবাণী অনুধাবনের পাশাপাশি উন্নত জীবনধারণ তথা জাতীয় উন্নয়নে সরাসরি অধিকতর ভূমিকা রাখতে পারবে।শনিবার গাউসুল আজম মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে জমিয়াতুল মোদার্রেছিন আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষাধারার শিক্ষাক্রম ও পাঠ্যসূচির উন্নয়ন এবং জাতীয় প্রত্যাশা পূরণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে অধিক গুরুত্ব প্রদান করেছে। শিক্ষানীতি, সমকালীন জীবন চাহিদা, পরিবর্তিত বিশ্বপরিস্থিতির আলোকে ইবতেদায়ী, দাখিল ও আলীম স্তরের প্রচলিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পরিমার্জন ও উন্নয়ন করা হয়েছে।তিনি আরো বলেন, ইসলামের চিরাচরিত জীবনধারা, নীতি-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, ভাষা ও সাহিত্য সম্পর্কিত জ্ঞান অর্জনের লক্ষ্যে কুরআন মজিদ, আকাইদ ও ফিক্হ, হাদীস শরীফসহ আরবি সকল বিষয় বাধ্যতামূলক করা আছে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায় গুণাবলি ও দক্ষতা অর্জনে মাদরাসা শিক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,কর্ম ও জীবনমূখী শিক্ষাসূচি যুক্ত করা হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের মতো মাদ্রাসা সুপারদের বেতনের সমতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া দেশের ১০০০টি মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ, ৩১টি সিনিয়র মাদ্রাসায় অনার্স কোর্স চালু, ৩৫ টি মডেল মাদ্রাসার উন্নয়ন, ১০০টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে।তিনি আরো বলেন, এর আগে আর কোনো সরকার মাদ্রাসা শিক্ষার জন্য এতো উন্নয়ন সাধন করেনি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চালু করার মাধ্যমে আলেম-ওলামাগণের ৯৯ বছরের স্বপ্ন পূরণ হয়েছে । চালু করা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্জ্ব এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাওলানা ড. মোহাম্মদ আহম্মদউল্লাহ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক বিল্লাল হোসেন, এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র পাল, জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব মাওলানা সাব্বির আহম্মেদ মোমতাজী প্রমুখ বক্তৃতা করেন।আরএস/আরআইপি
Advertisement