জাতীয়

সরকার এক ছটাক চালও আমদানি করেনি : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকার এক ছটাকও চাল আমদানি করেনি। তবে আমাদের দেশে খাদ্যদ্রব্য আমদানীতে কোন শুল্ক দিতে হয় না। সে সুযোগ অনেক অসাদু ব্যবসায়ি কাজে লাগিয়েছে। তা বন্ধে চাল আমদানিতে ১০ ভাগ শুল্ক বসানো হয়েছে।শনিবার ঢাকার টিসিবি অডিটোরিয়োমে বিবিসি বাংলাদেশ সংলাপের ১১৬তম পর্বে এক প্রশ্নের জবাবে প্যানেল আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।আকবর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালি-উর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার।চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সরকারের পক্ষ থেকে এমনটা বলা হলেও ব্যাপকভাবে চাল আমদানি করা হচ্ছে কেন? দর্শকের করা এ প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, দেশে খাদ্যদ্রব্য আমদানিতে শুল্ক না থাকায় ভারত থেকে এলসি’র মাধ্যমে পানির দামে চাল আমিদানি করছে এক শ্রেণির অসাদু ব্যবসায়ি। তা বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সে জন্য শুল্ক যেমন বসানো হয়েছে তেমনি সার ও তেলেও ভর্তুকি দেয়া হচ্ছে।সরকার সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করলেও কৃষি ক্ষেত্রে তা কেন করা হচ্ছে না? এক দর্শকের এমন প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, সব একসঙ্গে তো করার সম্ভব না। তবে সরকার জেলা ধরে ধরে কৃষিজ ডিজিটাল যন্ত্রপাতি ২০ শতাংশ ভর্তুকিতে সরবরাহ করছে। এ জন্য কৃষি কার্ডের ব্যবস্থাও করা হয়েছে।বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাহবুবুর রহমান বলেন, আজকের বাস্তবতা হলো কৃষকরা ফসল উৎপাদন করলেও পানির দামে তা বিক্রি করতে বাধ্য হচ্ছে। এখানে নিশ্চয়ই সরকারের কিছু নীতিগত ব্যর্থতা আছে।তিনি অভিযোগ করে বলেন, সরকার ভারত থেকে চাল আমদানি করছে। যদি তাই না হবে তবে কারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।প্যানেলে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার বলেন, সরকারিভাবে যে মূল্য নির্ধারণ করা হচ্ছে এবং তা যে প্রক্রিয়ায় করা হচ্ছে তাতে মধ্যবিত্ত বা দরিদ্র কৃষক কেউ উপকৃত হচ্ছে না। ধনিক শ্রেণির কৃষকরা উপকৃত হচ্ছেন।পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাবেক সচিব ওয়ালি-উর রহমান বলেন, ভালো ফলন হলেও সমালোচনা করবেন, কম হলেও সমালোচনা করবেন তা তো হয় না। আগে আমদানি করতাম এখন তো আমরা রপ্তানি করছি। শ্রীলঙ্কাতে সরকার চাল রপ্তানি করেছে।এছাড়া আগে মঙ্গা শব্দটি খুব বেশি শোনা যেতো আজ সে শব্দ মিউজিয়ামে গেছে বলেও মন্তব্য করেন তিনি।জেইউ/আরএস/আরআইপি

Advertisement