পাশ দিয়েই ওয়াটার বাস চলছে ১৫ মিনিট পরপর। তাতে শব্দ আর পানির ঢেউও মিলছে। ফুটপাত দিয়ে মানুষ চলছে হরদম। আছে রিকশা, গাড়িও।
Advertisement
এমন জনাকীর্ণ জায়গায়ও ওদের ভয় ধরাতে পারছে না। প্রশান্তির পানিতে গা চুবিয়ে বেঁচে থাকার নিরন্তর চেষ্টা করছিল কুকুর দুটি।
বেলা তখন আকাশের মধ্যসীমা পার করেছে। রোদের তেজ যে প্রাণীকূলে সইছে না তার প্রমাণ সর্বত্রই মিলছে। নইলে কি আর সাধে কুকুর দুটির ঝিলের পানিতে জলকেলি খেলা!
টানা গরমে নগরবাসী হাঁপিয়ে উঠছে দিনের প্রথম ভাগ থেকেই। দাবদাহ চলছে রাতেও। উত্তাপ থাকবে আরও কয়েকদিন। গরম থেকে বাঁচতে নাভিঃশ্বাস যেন। একটু বাতাস, একটু ছাঁয়া পেতে মন আনচান করছে সবারই।
Advertisement
অসহনীয় গরমে হাতিরঝিল প্রশান্তির হাতছানি দিচ্ছে। পাড়ের মানুষের মনে শান্তি বয়ে আনছে ঝিলের পানি।তাতে সাড়া দিয়ে প্রাণ জুড়াচ্ছে ঝিল পাড়ের মানুষ। সাড়া দিতে দেখা যায় কুকুর দুটিও।
সোমবার দুপুরে দীর্ঘক্ষণ ঝিলের পানিতে ডুব দিতে দেখা যায় কুকুর দুটিকে। গরম তাড়াতেই যে ওদের পানিতে নেমে পড়া, তা খুব সহজেই বোঝা যাচ্ছিল। অনেকেই রাস্তা থেকে মোবাইলে ছবি তুলছিল কুকুর দুটির। তাতেও ওদের দৃষ্টি কাড়ছিল না। গরমে ডুব সাঁতার বলে কথা!
এএসএস/এএইচ/এমএস
Advertisement