দেশজুড়ে

রেলে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা হবে: রেলমন্ত্রী

দ্রুত রেল ইঞ্জিন মেরামত ও যাত্রীবাহী বগি সংযোজনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় রেলমন্ত্রী মজিবুল হক পার্বতীপুরস্থ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরির্দশন করেন।বাংলাদেশের একমাত্র যাত্রীবাহী বগি নির্মাণ ও মেরামত কারখানা পরিদর্শনকালে তিনি কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতি বছর ঈদের সময় রেলপথে যাত্রী পরিবহনের চাপ বেড়ে যায়। আগামী ঈদ-উল-ফিতরে যাতে অধিক সংখ্যক ট্রেন যাত্রী পরিবহন করা যায় সেজন্য বাংলাদেশ রেলওয়েতে আরো অধিক সংখ্যক রেল ইঞ্জিন ও যাত্রীবাহী কোচ সংযোজন করা প্রয়োজন। তিনি জানান, কারখানার কর্মকর্তা কর্মচারিদের কাজের উৎসাহ প্রদানের জন্য কারখানা পরিদর্শনে এসেছি আমি।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পার্বতীপুর-পঞ্চগড় ডুয়েলগেজ রেলপথে যত দ্রুত সময়ে সম্ভব ব্রডগেজ ট্রেন চলাচল শুরু করা হবে। এছাড়া জনবল সঙ্কটের কারণে সারা দেশে যেসব রেল স্টেশন বন্ধ রয়েছে তা চালু করার লক্ষ্যে রেলওয়ে পশ্চিম ও পূর্ব জোনে দুটি আলাদা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) খলিলুর রহমান ও রেলওয়ের পশ্চিম জোনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে মন্ত্রী কারখানা চত্বরে দেবদারু বৃক্ষ রোপণ করেন।এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

Advertisement