সাবেক তাসমানিয়া বোলার ডেমিয়েন রাইটকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন এই অস্ট্রেলিয়ান।
Advertisement
৪১ বছর বয়সী রাইটের কোচিং ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ। নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ ছিলেন। কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন তাসমানিয়া, ভিক্টোরিয়ার হয়ে। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার ও হোবার্ট হারিকেনের কোচের ভূমিকায় ছিলেন সাবেক অসি এই ক্রিকেটার।
ঘরোয়া লিগে খেলেছেন রাইট। কখনো তার খেলা হয়নি জাতীয় দলে। ১৯৯৭-৯৮ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। ১২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪০৬টি উইকেট নিয়েছেন । ব্যাট হাতে ২৩.৪৬ গড়ে করেছেন ৩৮২৪ রান। ২০১১ সালে ক্রিকেটকে বিদায় বলে দেন রাইট। এরপর মনোযোগ দেন কোচিংয়ে।
এনইউ/এমএস
Advertisement