বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চিনির দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। আন্তর্জাতিক বাজারে চিনির দাম এখন নিম্নমুখী। বাজারে সঠিকভাবে চিনি সরবরাহের জন্য মেঘনা ও সিটি গ্রুপের সঙ্গে বসবেন তিনি।
Advertisement
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, টিসিবি চেয়ারম্যানকে আরও চিনি কেনার জন্য বলেছি। তবে তাদের পক্ষে দেশের ১৬ কোটি মানুষকে চিনি সরবরাহ করা সম্ভব নয়।
‘চাহিদাপত্র নিয়েও অনেকে মিল থেকে চিনি সরবরাহ পাচ্ছেন না’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, আমার কাছেও একজন এসেছিল। আমি সিটি গ্রুপের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, একজন যদি একাধিক ব্যক্তির কাছ থেকে ডিও কিনে একসঙ্গে সেগুলোর ডেলিভারি চায় তবে মিল কর্তৃপক্ষ তা দিতে পারবে না।
Advertisement
তবে চিনি সরবরাহকারী বড় দুই কোম্পানি মেঘনা ও সিটি গ্রুপকে ডেকে ‘ডিও’ সমস্যা নিয়ে কথা বলবেন বলে জানান তোফায়েল আহমেদ।
এমইউএইচ/এমএমজেড/ওআর/এমএস