দেশজুড়ে

সাংবাদিক নিপীড়ন ও নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ

বিভক্তির কারণে সাংবাদিকরা শক্তিহীন হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। শনিবার সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকদের বিভক্তির কারণে আমরা শক্তিহীন হয়ে পড়েছি। আমাদেরকে পেশাগত ঐক্যের স্বার্থেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, এখনই ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন গঠনের আওয়াজ তুলতে হবে।ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক রানা, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল।ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেনীর আলো সম্পাদক শুক দেবনাথ তপন, মসিমেলা সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, নতুন ফেনী সম্পাদক রাশেদুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন।সমাবেশে বক্তারা বন্ধ সব গণমাধ্যম খুলে দেয়া ও সম্প্রতি নতুন ফেনী ডট কমের সম্পাদক রাশেদুল হাসানের উপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।জহিরুল হক মিলু/এমজেড/আরআই

Advertisement