দেশজুড়ে

র‍্যাবের হাতে পুলিশ সদস্য লাঞ্ছিত

কুমিল্লায় র‍্যাব সদস্যদের হাতে পুলিশের এক সদস্য লাঞ্ছিত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে অবস্থানরত জালালাবাদ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এসময় র‍্যাব সদস্যরা পুলিশের ওই সদস্যকে টেনে-হিঁচড়ে ট্রেন থেকে নামানোকালে জিআরপি পুলিশ তাদের ফাঁড়িতে নিয়ে যায়। কুমিল্লাস্থ র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর খোরশেদ আলম বিকেল সাড়ে ৩টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ট্রেনযাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। এসময় স্টেশনের প্লাটফর্মে থাকা সাদা পোশাকধারী র্যাবের একটি দল ওই ট্রেনটিতে তল্লাশি চালায়। এসময় তারা জাহের নামে এক ট্রেনযাত্রী ও চট্টগ্রাম ডবলমুড়িং থানা পুলিশের কনস্টেবলের ব্যাগ তল্লাশির চেষ্টা করে। কনস্টেবল জাহের জানান, র‍্যাবের কাছে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ‘ব্যাগে পিঠা আছে’ বলে ভালোভাবে ব্যাগটি তল্লাশির জন্য বলায় তারা আমাকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত অবস্থায় টেনে-হিঁচড়ে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায়। পরে কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির (জিআরপি) পুলিশ তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। এসময় রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে যাত্রী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে সাংবাদিকরা আহত পুলিশ সদস্যের ছবি তুলতে জিআরপি পুলিশ ফাঁড়িতে গেলে তাদের ছবি তুলতে দেয়া হয়নি। ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নজরুল ইসলাম জানান, তল্লাশিকালে পরিচয় না দেয়ার কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি উভয়ের মাঝে মিমাংসা হয়ে গেছে বলেও তিনি জানান। কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

Advertisement