অর্থনীতি

বাজেট তৈরির কার্যক্রম শেষের পথে

আগামী অর্থবছরের (২০১৭-১৮) বাজেট তৈরির কার্যক্রম প্রায় শেষের পথে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা কী করছি না করছি তার প্রতিফলন আগামী বছরের বাজেটে পড়বে। তাই এ সময় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

Advertisement

মঙ্গলবার রাজধানীর হোটেল পূর্বানীতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও)’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু আমরা সরকারে আছি, তাই বুঝি আমাদের অর্থের প্রয়োজন আছে। আর অর্থের প্রয়োজন যেহেতু আছে সে কারণে এই ভূমি থেকেই আমাদের অর্থ বের করতে হবে, এটিই হলো মূল কথা।

তিনি বলেন, মানুষের মধ্যে বিশাল আকাঙ্ক্ষা উন্নত দেশ হতে হবে, সকলের জন্য বিদ্যুৎ, ইন্টারনেট-ওয়াইফাই লাগবে। আমাদের মধ্যে এই যে উচ্চ আকাঙ্ক্ষা এটি পূরণ করার জন্য অর্থের দরকার। সেই অর্থ জোগাড় করার জন্য সিস্টেম প্রয়োজন।

Advertisement

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, কাস্টমস কমিশনার প্রকাশ দেওয়ান, ইউএসএআইডির প্রতিনিধি মো. সাঈদ প্রমুখ।

এমএএস/এমএমজেড/জেআইএম