খেলাধুলা

প্রচণ্ড গরমে সুপার লিগের ম্যাচে দুই দিন বিরতি

জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে জনজীবন দুর্বিষহ। সারাদিন ছয়-সাত ঘণ্টা ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে ক্রিকেটারদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। প্রায় প্রতিদিনই কোন না কোন ক্রিকেটার আহত হচ্ছেন। সূর্যের উত্তাপে শরীর যাচ্ছে ঘেমে। শরীর থেকে প্রয়োজনীয় পানি বেড়িয়ে যাওয়ায় পানিশূন্যতা দেখা দিচ্ছে প্রতিনিয়ত। যে কারণে প্রায় দিনই কারো না কারো মাসল ক্র্যাম্প হচ্ছে।

Advertisement

২১ মে বিকেএসপির মাঠে লিগের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ম্যাচে গাজীর জহুরুল ব্যাটিংয়ের সময় পায়ের মাসল ক্র্যাম্প করায় স্বেচ্ছায় অবসর নিতে বাধ্য হন। এরপর আর ব্যাটিংয়েও নামতে পারেননি। ফিল্ডিংও করা সম্ভব হয়নি। প্রাইম ব্যাংকের কোচ খালেদ মাসুদ পাইলট কালই (সোমবার) ফেসবুকে লেখেন, এ অসহনীয় গরমে সারা দিন ক্রিকেট খেলা কতটা কঠিন ও কষ্টের। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক আগামীতে মে-জুন মাসে লিগ আয়োজন না করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টদের। একই কথা সব কোচের।

আজ (মঙ্গলবার) সকালে গাজী গ্রুপের কোচ সালাউদ্দীন জাগো নিউজকে জানালেন, এই প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকাই দায়। সেখানে সাত ঘণ্টা খেলা ভাবা যায়! সালাউদ্দীনের ভাষায় এটা অসহনীয়। অমানবিক। এতে করে ক্রিকেটারদের শুধু বাড়তি শ্রমই ক্ষয় হচ্ছে না, তাদের কষ্টও হচ্ছে প্রচুর। কিন্তু যেহেতু টাইট সিডিউল। ঈদের আগে রোজার মাঝামাঝি লিগ শেষ করার তাড়া আছে আয়োজক ও ক্লাবগুলোর। তাই গরমের কারণে লিগ সাময়িকভাবে বন্ধ রাখারও সুযোগ নেই।

তবে লিগ কমিটি প্রচণ্ড গরমে ক্রিকেটারদের কষ্টের কথা মাথায় রেখে সুপার ও রেলিগেশন লিগের মাঝে বিরতির সময় বাড়িয়ে দিয়েছে। প্রথমে কথা ছিল একদিন বিরতির পর খেলা। অর্থাৎ প্রথমে কথা ছিল ২৪ মে প্রথম ম্যাচ। ২৫ মে বিশ্রাম। ২৬ তারিখ দ্বিতীয় ম্যাচ। এখন পরিবর্তিত সূচিতে দু`দিন বিরতি রাখা হয়েছে।

Advertisement

প্রিমিয়ার ক্রিকেট লিগ কমিটির কো-অর্ডিনেটর আমিন খান জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমরা ক্রিকেটারদের কথা মাথায় রেখে সুপার ও রেলিগেশন ম্যাচগুলো দু`দিন পর পর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’

আমিন খান আরও জানান, ‘সব দলের অনুরোধের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত। এখন ২৪ মে সুপার লিগ শুরু হলেও পরের ম্যাচ হবে ২৭ মে। আর তৃতীয় রাউন্ড ৩০ মে। এদিকে রেলিগেশন লিগ শুরু হবে ২৭ মে।’

এআরবি/এমআর/জেআইএম

Advertisement