যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্টে বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
Advertisement
সোমবার রাতের ওই বিস্ফোরণের ঘটনাকে পুলিশ সন্ত্রাসী হামলা বলে মনে করছে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে।
মার্কিন পপ সংগীত শিল্পী এরিয়ান গ্রান্দ এই কনসার্টে পারফর্ম করছিলেন। কনসার্ট শেষ হওয়ার পর যখন দর্শকরা বের হতে শুরু করেন ঠিক তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
Advertisement
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় ম্যানচেস্টার এরিনার কাছেই ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
এআরএস/জেআইএম
Advertisement