আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তিগত কর্মজীবনকে আলাদা রাখতে অনেকেই একাধিক নম্বর ব্যবহার করেন। আর একাধিক নম্বর ব্যবহার করলে একাধিক মোবাইল ব্যবহারও জরুরি হয়ে পড়ে।প্রতিদিন নিয়ম করে সবগুলো স্মার্টফোনে চার্জ দিতে হয়। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে স্মাটফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাববেরি। প্রতিষ্ঠানটি একটি ভার্চুয়াল সিম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। এটিতে সর্বোচ্চ ৯টি নম্বর ব্যবহার করা যাবে। ব্ল্যাকবেরি তাদের নতুন এই সেবাটি চালু করার জন্য বিভিন্ন টেলিকম সংস্থা ও ট্রাইয়ের সঙ্গে আলাপ-আলোচনা করছে।ব্ল্যাকবেরির ভারতের ম্যানেজিং ডিরেক্টর সুনীল লালবানী বলেন, ‘আমরা ট্রাইয়ের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি। আফ্রিকার কয়েকটি দেশে একটি পাইলট প্রকল্পও চলছে। যেখানে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়েছে। সেখানে সফলতা পাওয়া গেছে। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরেই ভারতেও এই সেবা চালু হবে।’এআরএস/আরআই
Advertisement