আন্তর্জাতিক

ব্রিটেনের প্রথম মন্ত্রী অসবোর্ন

গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা শুরু করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। সর্বপ্রথম তিনি মন্ত্রী হিসেবে জর্জ গাইডিয়ন অলিভার অসবোর্নকে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে। খবর এএফপি। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে কনজারভেটিভ পার্টি হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টি আসনের ৩শ’ ৩১টিতে জয় লাভ করে। ট্যাটন থেকে নির্বাচিত জর্জ অসবোর্ন এর আগে ২০১০ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।এএইচ/এমএস

Advertisement