রাজনীতি

‘ধর ধর’ বললেই পালাবে চোর-দুর্নীতিবাজরা : কামাল

জনগণ একবার জেগে গেলে জাগ্রত জনতার সামনে কেউ দাঁড়াতে পারবে না উল্লেখ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, চোর-দুর্নীতিবাজদের ধর ধর বললেই পালাবে।

Advertisement

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণফোরামের ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজ চাই, বর্তমান রাজনৈতিক প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, চোরের কোনো সাহস থাকে না। ধর ধর বললেই চোর-দুর্নীতিবাজরা পালাবে। এর জন্য দরকার জনতার সংঘবদ্ধ একতা। জনগণ একবার জেগে গেলে জাগ্রত জনতার সামনে কেউ দাঁড়াতে পারবে না। ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে লাখো কোটি টাকা করলেও তাদের মানসিক শক্তি থাকে না।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে মাঠে নামবেন জানিয়ে তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে মাঠে নামবো। প্রত্যেক থানায় যাবো। ঘরে ঘরে যাবো। মানুষকে ঘুষ দিতে হবে এটা কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে।

Advertisement

এমএএস/জেএইচ/আরআইপি