যুক্তরাষ্ট্র সরকার আলজাজিরার এক সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাকে পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেনের বরাত দিয়ে দ্য ইন্টারসেপ্ট নামের একটি অনলাইন গণমাধ্যম শুক্রবার এ তথ্য ফাঁস করেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন।খবরে বলা হয়েছে, আহমেদ মুয়াফাক জাইদান নামের ওই সাংবাদিক আল কায়েদা ও মুসলিম ব্রাদারহুডের সদস্য। সিরিয়ার নাগরিক জাইদান দীর্ঘদিন আলজাজিরার পাকিস্তান ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রভাবশালী এ সাংবাদিক খুব সহজেই আল কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনসহ আল কায়েদা ও তালেবান নেতাদের সংস্পর্শে যেতে পারতেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। কর্মজীবনে তিনি আফগানিস্তান পাকিস্তানের পাশাপাশি নিয়মিত মধ্যপ্রাচ্য সফর করতেন।মার্কিন সরকারের স্কাইনেট নামের একটি অনুষ্ঠান জাইদানকে আল কায়েদা ও মুসলিম ব্রাদারহুডের সদস্য হিসেবে চিহ্নিত করে বলে উল্লেখ করা হয়েছে।২০১১ সালে আলজাজিরা বিন লাদেন ও তালেবান নেতাদের ওপর একটি ডকুমেন্টারি প্রকাশ করে। যা তৈরির পেছনে প্রধান ভূমিকা রাখেন জাইদান। তবে যুক্তরাষ্ট্রের সরকারের এ অভিযোগ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন জাইদান।শুক্রবার খবরটি বেরুনোর পর তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সাংবাদিক হিসেবে আমাদের অনেক জায়গায় যাওয়ার এবং অনেকের সঙ্গে যোগাযোগ থাকে। যুক্তরাষ্ট্র সরকার যে অভিযোগ এনেছে তা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।এএইচ/আরআই
Advertisement