তথ্যপ্রযুক্তি

বন্ধ হচ্ছে এমএসএন মেসেঞ্জার

পনের বছর সেবা দেওয়ার পর বন্ধ হচ্ছে একসময়ের জনপ্রিয় চ্যাট সেবা এমএসএন মেসেঞ্জার। সেবাটি বর্তমানে উইন্ডোজ লাইভ মেসেঞ্জার নামে পরিচিত। বিশ্বের বেশিরভাগ দেশে এটি ২০১৩ সালে বন্ধ হয়ে যায়। অক্টোবরে চীনে বন্ধ হওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে বন্ধ হচ্ছে।এর মালিকানা ইন্টারনেট দুনিয়ার অন্যতম প্রতিষ্ঠান মাইক্রোসফটের হাতে। ১৯৯৯ সালে এটি চালু হয়। স্কাইপে কিনে নেওয়ার এমএসএন বন্ধ করার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। ২০০৯ সালে উইন্ডোজ লাইভের ব্যবহারকারী ছিল ৩৩ কোটি। কিন্তু স্কাইপের আবির্ভাবের পর ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকে। এদিকে ২০১২ সালে এসে স্কাইপের ব্যবহারকারী দাঁড়ায় ৩৩ কোটি।৩১ অক্টোবরের মধ্যে চীনের ব্যবহারকারীদের পুরানো অ্যাকাউন্ট স্কাইপেতে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।উইন্ডোজ লাইভ চীনে চালু হয় ২০০৫ সালে। যা স্থানীয় প্রতিষ্ঠান টেনসেন্টের কিউকিউ মেসেঞ্জারের সঙ্গে জোর প্রতিদ্বন্ধীতা চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার উইন্ডোজ লাইভ ব্যবহারকারীরা মাইক্রোসফট থেকে একটি বার্তা পায়। এতে বন্ধের ঘোষণাটি জানান হয়। আরও জানান হয়, স্কাইপেতে অ্যাকাউন্ট মাইগ্রেট করলে ফ্রি ক্রেডিট পাবেন।এমএসএন মেসেঞ্জার শুধু টেক্সট চ্যাট সেবা নিয়ে ১৯৯৯ সালে বাজারে আসে। পরবর্তীতে এতে ফটো ডেলিভারি, ভিডিও কল ও গেমসের মতো নানা ফিচার যোগ হয়।২০১২ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপে কিনে নিলে উইন্ডোজ লাইভ মেসেঞ্জোরের মৃত্যুঘণ্টা বেজে উঠে।

Advertisement