খেলাধুলা

র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগোলেন মোস্তাফিজ

ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান।। তখন খুবটা ভালো করতে পারেননি। এরপর শ্রীলঙ্কা সফরে নিজেকে মেলে ধরতে শুরু করেন কাটার মাস্টার। ত্রিদেশীয় সিরিজে নিজেকে ফিরে পেয়েছেন ভালোভাবেই।

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। সর্বশেষ ম্যাচে তার কাটার স্লোয়ারে কেঁপে উঠেছে আয়ারল্যান্ড। ৯ ওভারে দুটি মেডেনসহ ২৩ রান দিয়ে পকেটে পুরেছেন ৪ উইকেট। ইকোনমি রেট ২.৫৫!  সত্যিই অসাধারণ। হয়েছেন ম্যাচ সেরাও। এ যেন আগের সেই মোস্তাফিজকেই ফিরে পেল বাংলাদেশ!

চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজ পৌঁছেছেন ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন এই পেসার। মোস্তাফিজের সংগ্রহ ৫৮৩ পয়েন্ট। আজ সোমবার সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র‌্যাংকিং বলছে এমনটাই।

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে দশে থাকা একমাত্র বাংলাদেশি হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ভাণ্ডারে জমা আছে ৬১৯ পয়েন্ট। তার অবস্থান দশম। ৫৯৯ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৫তম স্থানে।

Advertisement

এনইউ/এমএস