নাটকে নানামাত্রিক চরিত্রে দেখা যায় অভিনেত্রী আইরিন তানিকে। তবে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৭ সালে আইরিন তানি অভিনীত ‘বিদ্রোহী পদ্মা’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখেন।
Advertisement
এরপর ব্যাটে-বলে টাইমিং না হওয়ায় অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। তবে গেল বছরের মাঝামাঝি সময়ে খান জেহাদ পরিচালিত ‘কল্প না’ নামের একটি ছবিতে কাজ করেন আইরিন। ওই ছবির নির্মাণ কাজ আশি শতাংশ শেষ।
নতুন খবর হচ্ছে, নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন তানি। এই ছবির নাম ‘লবণ’। ছবিটি পরিচালনা করবেন গোলাম মোস্তফা শিমুল। ‘লবণ’ ছবিটি নিয়ে আইরিন তানি জাগো নিউজকে বলেন, ‘হঠাৎ করেই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি গেল শনিবার (২০ মে)। ছবির গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। একটু ভিন্নধারার ছবি।’
তিনি বলেন, ‘আমি নিজেকে কমার্শিয়াল ছবির চেয়ে একটু আর্টফিল্ম ধাঁচের ছবির জন্য উপযুক্ত মনে করি। এই ছবিটি তেমন গল্পের। পারিবারিক জীবনের নানাদিক ফুটে উঠবে ছবিতে। আমার চরিত্রটিও বেশ চমকপ্রদ এবং ভালো লাগার মতো। সবমিলিয়ে চমৎকার একটি কাজ হবে বলে আশা করছি।’
Advertisement
‘লবণ’ ছবিটি নিয়ে নির্মাতা গোলাম মোস্তফা শিমুল বলেন, ‘ছবির নামটা শুনে চমকে উঠলেও গল্পের উপর নির্ভর করে নাম নির্ধারণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘লবণ আমাদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস। সাংসারিক বিষয় আসলেই লবণ-তেল নিয়ে মধ্যবিত্তের গল্প ফুটে ওঠে। সেখানে বিভিন্ন সম্পর্ক, চাওয়া, প্রাপ্তি-অপ্রাপ্তি চলে আসে। আর ‘লবণ’ জিনিসটা মানুষের শরীরের সঙ্গেও সংশ্লিষ্ট।’
‘হরিযূপীয়া’ ছবির এই নির্মাতা বলেন, ‘আমার পরিচালনায় সপ্তম ছবি হতে যাচ্ছেন ‘লবণ’। আশা করছি এই বছরের শেষের দিকে ছবিটি মুক্তি দিতে পারবো।’
ছবিতে আইরিন তানি ছাড়াও অন্যান্যের মধ্যে অভিনয় করবেন খাইরুল আলম সবুজ, কাজী রাজু, কল্লোল চৌধুরী, স্বপন, নূরুল আলম নয়ন প্রমুখ। আগামী ৪ জুন থেকে ঢাকায় এই ছবির শুটিং শুরু হবে। এরপর রাজশাহী এবং সিলেটে নির্মাণ কাজ হবে বলে জানান নির্মাতা গোলাম মোস্তফা শিমুল।এনই/এলএ
Advertisement