ইতিহাস গড়ার লক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম-মাহমুদুল্লাহর উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ৪৫০ রান। ব্যাট করছেন মমিনুল হক ও সাকিব। এরআগে পাকিস্তানের দেওয়া ৫৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানে ইয়াসির শাহ বলে বোল্ট হয়ে ব্যক্তিগত ১৬ রানে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস। ঢাকা টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মিসবাহ-উল হক ৮২ রান করে আউট হওয়ার পর ৫৫০ রানের বিশাল টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা দেয় সফরকারিরা। পাকিস্তানের তখন সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৯৫ রান।শেষ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে ৪৯ রানের মধ্যেই পাকিস্তানের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে মিসবাহ-ইউনুসের সাবলীল ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয় কাটায় সফরকারিরা। ২৯ তম ওভারে তাইজুলের বলে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ইউনুস খান (৩৯)। ব্যক্তিগত ১৫ রান করে আগের ম্যাচে সেঞ্চুরি করা আসাদ শফিক বোল্ড হয়ে যান শোভাগত হোমের বলে। এমআর/এমএস
Advertisement