অনেক সমীকরণই ছিল। আর সেই সমীকরণ কাজে দিত, যদি আয়ারল্যান্ডের কাছে পরাস্ত হতো নিউজিল্যান্ড। সেটা আর হলো না। তাই আশা ফুরিয়ে গেল বাংলাদেশের। রোববার আইরিশদের ১৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন টম লাথামের নিউজিল্যান্ড।
Advertisement
আগের ম্যাচে আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশ। ৩ ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দলের সংগ্রহ দাঁড়ায় ৬ পয়েন্ট। উদ্বোধনী ম্যাচে আইরিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় দুই দল ভাগাভাগি করে পয়েন্ট। বাংলাদেশের ভাণ্ডারে জমা পড়ে দুই পয়েন্ট; সমান পয়েন্ট পায় স্বাগতিকরাও।
পরের ম্যাচে বাংলাদেশ হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। বলার অপেক্ষা রাখে না যে, পয়েন্ট হারিয়েছেন টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে আইরিশদের হারিয়ে বাংলাদেশ ঝুলিতে জমা করল মোট ৬ পয়েন্ট (৪+২)। মাশরাফিদের হাতে বাকি আছে একটি ম্যাচ। ২৪ মে অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ১০।
এই পয়েন্টও (১০) কোনো কাজে দেবে না। কারণ নিউজিল্যান্ড ইতোমধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে। কিউইরা সংগ্রহ করেছে পূর্ণ ১২ পয়েন্ট। তাই আর কোনো সমীকরণই বাকি রইল না। বাংলাদেশের আশা শেষ, ত্রিদেশীয় সিরিজের শিরোপা উঠল নিউজিল্যান্ডের শোকেসে।
Advertisement
এদিকে ডাবলিনের মালাহাইডে টস হেরে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড তোলে ৬ উইকেটে ৩৪৪ রান। জবাবে আইরিশদের ইনিংস থামে ১৫৪ রানে। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১০৪ রান করেন অধিনায়ক টম লাথাম। অভিজ্ঞ রস টেলর করেন ৫৭ রান। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংসটি অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের। উইলসন করেছেন ৩০ রান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের লাথাম।
এনইউ/জেআইএম