লা লিগা এখন আর বার্সেলোনার নিয়ন্ত্রণে নেই। মিরাকল কিছু ঘটে না গেলে, শিরোপা জয়ও হয়তো তাদের পক্ষে সম্ভব নয়। মালাগার কাছে রিয়াল যদি হেরে যায় এবং এইবারের বিপক্ষে যদি বার্সা জিতে যায়, তাহলেই কেবল মিরাকলটা ঘটে যাবে।
Advertisement
তবে বার্সেলোনার ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ লিগ গোলের রেকর্ডের সামনে দাঁড়িয়ে এমএসএন (মেসি-সুয়ারেজ-নেইমার)। ২০১২-১৩ সালেই ক্লাবের ইতিহাসে লা লিগায় সর্বোচ্চ ১১৫টি গোল করেছিল বার্সেলোনা। সেই রেকর্ড ছোঁয়ার চেয়ে তিন গোল পিছিয়ে মেসি-সুয়ারেজ-নেইমাররা। ২০১২-১৩ মৌসুমে বিখ্যাত এমএসএন ছিল না। মেসি-সুয়ারেজ থাকলেও নেইমার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও পরে। এবার এই তিনজনের সম্মিলিত গোল ক্লাব ইতিহাসে লিগ গোলের রেকর্ড ভাঙার অপেক্ষায়।
নিজেদের মাঠে এইবারের বিপক্ষে মাঠে নামার আগে লা লিগায় বার্সার গোল মোট ১১২টি। এর মধ্যে আবার ১০৫টিই করেছেন মেসি-সুয়ারেজ-নেইমার। আর তিনটি গোল করতে পারলেই তারা তিনজন নাম লিখে ফেলবেন বার্সার ইতিহাসের পাতায়। লিগ শিরোপা জিতুক আর না জিতুক, একটা স্বান্তনা তো থাকবেই।
আইএইচএস/জেআইএম
Advertisement