খেলাধুলা

তামিমের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

আর মাত্র ১৬ রান। ১৬ রান করলেই তামিম ইকবাল এমন এক কীর্তি গড়বেন, যেটা ক্রিকেট ইতিহাসে কারো নেই। রেকর্ডটি হল, একই দলের টেস্টের সর্বোচ্চ রানের মালিক (এখন ৩০১০, হাবিবুলের ৩০২৬), ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক (৪৪৩৭), টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরি (৭টি), ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি (৬টি), টেস্টের সর্বোচ্চ ইনিংস (২০৬), ওয়ানডের সর্বোচ্চ ইনিংস (১৫৪)। একই দলের টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটে ব্যাটিংয়ের মূল তিনটি রেকর্ডই (রান–সেঞ্চুরি–সর্বোচ্চ ইনিংস) হয়ে যাবে তামিমের।শুক্রবার পাকিস্তানের বিপক্ষে এই ১৬ রান করতে পারলেই বিরল রেকর্ডটি গড়ে ফেলতে পারতেন তামিম ইকবাল। কিন্তু সেটা হয়ে ওঠেনি সময়ের স্বল্পতায়। তামিম ইকবালের ব্যক্তিগত সংগ্রহ যখন ৩২ রান, তখনই ঢাকা টেস্টের তৃতীয় দিনের ইতি টানেন আম্পায়াররা।কীর্তির দিক দিয়ে তামিমের সবচেয়ে কাছাকাছি থাকবেন টেন্ডুলকার ও পন্টিং। দুজনই নিজ নিজ দলের টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক, টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তারা। তবে দলের টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ ইনিংস দুটি টেন্ডুলকার ও পন্টিং নিজেদের নামের পাশে লেখাতে পারেননি। এআরএস/এমএস

Advertisement