এতিম শিশুদের আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিমান।২৬ মে ভোরে বিমানের সুপরিসর ৭৭৭-৩০০ উড়োজাহাজে (বিজি-১৬০৩) সিলেটে নিয়ে যাওয়া হবে তেজগাঁও-মিরপুর অঞ্চলের শিশু পরিবারের ৩০ এতিমকে। বিমানের লোগো সম্বলিত টি-শার্ট পরা থাকবে সবার গায়ে।
Advertisement
সিলেটের পর্যটন কর্পোরেশনের মোটেলে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে বানানো স্পেশাল ম্যানুর নাস্তা দেয়া হবে তাদেরকে। এরপর মাইক্রোবাস যোগে নিয়ে যাওয়া হবে চা-বাগান দেখাতে।
আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টায় ছেড়ে আসা বিমানের বিজি-০০২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে তারা। এরপর বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়ে যাওযা হবে শিশুদের।
ব্যতিক্রম আয়োজন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদ সবার হাতে তুলে দেবে ঈদের পাজামা, পাঞ্জাবি ও টুপি।
Advertisement
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জাগো নিউজকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এতিম শিশুদের বিমানে ভ্রমণের আয়োজন করেছে। এ ধরনের আয়োজন আগামীতে অব্যাহত থাকবে।
আরএম/এমআরএম/এএইচ/আরআইপি