চলতি বছরের প্রথম তিন মাসে (৯০ দিনে) বঙ্গোপসাগর দিয়ে পাচার হয়েছে ২৫ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে তিনশো জনের। যে সংখ্যা আগের দুই বছরের তুলনায়, দ্বিগুণ। খবর চ্যানেল ২৪বাংলাদেশ ও মায়ানমার থেকে সমুদ্র পথে মানব পাচরের এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর রিপোর্টে। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের ব্যর্থতা এই অপরাধকে দিন দিন আরো বেশি উস্কে দিচ্ছে।স্বপ্নের সমাধী থ্যাইল্যান্ডের গহীন বনে। প্রতিদিন মাটি খুড়ে মিলছে দেহবশেস। যাদের স্বপ্ন ছিলো একটু সমৃদ্ধির আশায় দেশান্তরি হবার। কিন্তু মাঝ পথে দালাল চক্রের নৃশংসতা প্রান যাচ্ছে শত শত মানুষের। সমুদ্র পথে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় মানব পাচারের জন্য বঙ্গোপসাগর যেন হয়ে উঠেছে অপরাধীদের স্বর্গরাজ্য। তবে মাঝ পথে উত্তাল সাগর মরছে কত মানুষ তার খবর কে রাখে। জাতিসংঘের তথ্য বলছে বাংলাদেশ ও মায়ানমার থেকে প্রতি বছর ৫০ হাজারেরও বেশি মানুষ পাচার হচ্ছে।সাম্প্রতিক চিত্র আরো ভয়াবহ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-এউএনএইচসিআর শুক্রবার এক প্রতিবেদনের বলেছে, বাংলাদেশ ও মায়ানমার থেকে চলতি বছরের প্রথম তিন মাসে সমুদ্র পথে পাচার হয়েছে ২৫ হাজার মানুষ। যা আগের দুই বছরের তুলনায় দ্বিগুণ। আর এই তিন মাসে পাচারকারীদের হাতে মৃত্যু হয়েছে ৩০০ জনের।বিশেষজ্ঞরা বলছেন, মানব পাচারকারীরা উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে হতদরিদ্র মানুষকে। তবে, এই বর্বর অপরাধ বন্ধে প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয় বলে মনে করেন তারা।তাদের মত, মানব পাচার বন্ধে বৈধপথে অভিবাসন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে হবে।এএ
Advertisement