ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে রান উৎসব করেছে নিউজিল্যান্ড। টস জিতে কিউইদের ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল আয়ারল্যান্ড। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে কিউইরা। জয়ের জন্য আইরিশদের করতে হবে ৩৪৫ রান।
Advertisement
টস হেরে ব্যাট করতে নামার পর দুই ওপেনার লুক রনকি এবং টম ল্যাথাম মিলে ১০ ওভারেই তুলে ফেলেন ৭০ রান। ৩১ বলে ৩৫ রান করে রনকি আউট হয়ে গেলেও নেউল ব্রুমকে নিয়ে আরও ৭৫ রানের জুটি গড়ে তোলেন ল্যাথাম। ৪২ বলে ৩৮ রান করে আউট হন নেইল ব্রুম।
১৪৫ রানে ব্রুম আউট হয়ে যাওয়ার পর রস টেলরকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন টম ল্যাথাম। অবশেষে দলীয় ২১২ রানে যখন তিনি আউট হন, ততক্ষণে ক্যারিয়ারে ৩য় সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১০৪ রানে।
৬৪ বলে ৫৭ রান করেন রস টেলর। ৯ বলে ২০ রান করেন মিচেল সান্তনার। তবে, শেষ দিকে এসে কলিন মুনরো ১৫ বলে ৪৪ রান করার কারণেই মূলতঃ নিউজিল্যান্ডের রান ৩৪৪-এ গিয়ে ঠেকে। ৬ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম মিলনে।
Advertisement
আইরিশদের পক্ষে ক্রেইগ ইয়ং এবং পিটার চেজ নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন জর্জ ডকরেল এবং ব্যারি ম্যাকার্থি।
আইএইচএস/জেআইএম