সুপার লিগের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আগেই। শেষ ম্যাচে মাঠে নামার আগে শঙ্কা ছিল রেলিগেশনের। তবে সব শঙ্কা দূর করে আশরাফুল ও জসিম উদ্দিনের ব্যাটে শেষ ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। আর এ ম্যাচের হেরে রেলিগেশন খেলতে হবে সমাজ কল্যাণকে।
Advertisement
বিকেএসপির ৪ নং মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৭২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সমাজ কল্যাণ। তবে ষষ্ঠ উইকেটে রাফসান ও আরিফুজ্জামান ১১৩ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু শেষ দিকে আর কেউ দাঁড়াতে না পারলে ২০৪ রানেই শেষ হয় সমাজ কল্যাণের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে তাসমুল হক বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় কলাবাগান। গড়ে তোলেন ১০৪ রানের জুটি। ব্যক্তিগত ৮৯ রানে জসিম উদ্দিনের বিদায়ের পর আশরাফুলও তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে এরপর আর স্কোর খুব বেশি বড় করতে পারেনি সাবেক এই অধিনায়ক। ৫৬ রানে সাজঘরে ফেরেন এই তারকা। আর শেষ দিকে মুক্তার আলী দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এতেই রেলিগেশন থেকে রক্ষা পায় দল।
এমআর/আরআইপি
Advertisement