আন্তর্জাতিক

সেনা অভ্যুত্থানের আশঙ্কা পাকিস্তানে

ক্রমেই রাজনৈতিক অচলাবস্থা ঘনীভূত হচ্ছে পাকিস্তানে৷বাড়ছে সেনা অভ্যুত্থানের আশঙ্কা৷ নির্বাচিত সরকারকে অপসারণ করে সেনাবাহিনী ফের রাষ্ট্রক্ষমতা দখল করার পরিকল্পনা করছে বলেই স্থানীয় সূত্রের খবর৷অন্যদিকে পাক প্রধানমন্ত্রীকে ইস্তফা দেওয়ার জন্য নাকি ক্রমাগত চাপ দিচ্ছে সেনা প্রধান৷তবে চূড়ান্ত চাপের মধ্যেও বিরোধীদের কাছে মাথা নোয়াতে নারাজ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করে ইস্তফার জল্পনা ওড়ান তিনি৷ এদিন তার পদত্যাগের খবরকে ‘ভিত্তিহীন ও হাস্যকর’ বলে উড়িয়ে দেন পাকিস্তান মুসলিম লিগ৷পাক ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মারভি মেমন বলেন, সেনাপ্রধান রাহিল শরিফ প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন৷ এই খবরকে ভুয়া আখ্যা দিয়ে টুইট করেন শরিফ-কন্যা মারিয়ামও৷প্রসঙ্গত, সোমবার পাক প্রধানমন্ত্রীর বাড়িতে যান সেনা প্রধান রাহিল শরিফ৷ এর পরই মাথাচাড়া দেয় তার ইস্তফার জল্পনা৷পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের ইস্তফার খবর ওড়ালেও ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা দেখছে রাজনৈতিক মহল৷ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পর নওয়াজকে হঠিয়ে ক্ষমতায় এসেছিলেন সেনা প্রধান পারভেজ মুশারফ৷ ১৪ বছর পর ক্ষমতায় ফেরার পর ফের সেনা অভ্যুত্থানের মুখে নওয়াজ শরিফ৷

Advertisement