ফিচার

স্তন ক্যান্সার সচেতনতায় ফোরাম এসডিএ

ফোরাম এসডিএ গত চার বছর ধরে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা সামগ্রী বিতরণ, কুরবানি করা, ফল উৎসব ও শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার স্তন ক্যান্সার সচেতনতায় ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত হবে।

Advertisement

আগামীকাল ২২ মে সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অডিটোরিয়ামে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হবে।

ক্যাম্পেইন ও সচেতনতামূলক সেমিনারে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রো-ভাইস চ্যান্সেলর শিরিন আক্তার চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন স্তন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

ফোরাম এসডিএ’র সমন্বয়ক এ এম রায়হান জাগো নিউজকে জানান, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরের কিছু প্রতিষ্ঠানেও এ কর্মসূচি পালন করা হবে।

Advertisement

ফোরাম এসডিএ’র এইচআর ডিরেক্টর রাফায়েত রোমান জাগো নিউজকে বলেন, ‘ফোরাম এসডিএ স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে চার বছর ধরে কাজ করে আসছে। পাশাপাশি শিক্ষাসামগ্রী বিতরণ, কুরবানী করা, ফল উৎসব ও শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচিও পালন করে থাকে।’

এ কর্মসূচিতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

এসইউ/এমএস

Advertisement