জাতীয়

রাজধানীর দেয়ালে দেয়ালে চিত্রকর্ম অঙ্কন করবে ডিএনসিসি

নগরবাসীকে সবুজায়নে উদ্বুদ্ধ করতে রাজধানীর দেয়ালে দেয়ালে বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম অঙ্কনের ব্যবস্থা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি মেয়র আনিসুল হক জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকার পাঁচ থেকে ছয়টি স্থানে এ চিত্রকর্ম অঙ্কনের কাজ বাস্তবায়ন করা হবে।

Advertisement

শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় ‘শিল্পের চোখে সবুজ ঢাকা আর্ট ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান মেয়র। মানুষকে গাছের প্রতি আগ্রহী ও সচেতন করে তুলতে তিন শতাধিক শিল্পীর অংশগ্রহণে এ ক্যাম্পের আয়োজন করে ডিএনসিসি।

পরে মেয়র আনিসুল হক বিভিন্ন শিল্পীর আঁকা চিত্রকর্ম ঘুরে দেখন। মেয়র বলেন, সবুজ ঢাকা গড়তে শিল্পীদের আঁকা ছবির বাস্তব রূপ দিতে চান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী গুলশান আরা বেগম ও আলোকেশ দাস প্রমুখ।

এমএসএস/জেডএ/ওআর/এমএস

Advertisement