খেলাধুলা

পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান।ব্যাট করছেন ইউনুস খান (২২) ও মিসবাহ-উল-হক (১৯)। পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ৪৩৫ রান। ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ (০), সামি আসলাম (৮) ও আজহার আলী (২৫)।দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফিরেছেন ওপেনার হাফিজ। মোহাম্মদ শহীদের বলে রানের খাতা খোলার আগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের তালুবন্দী হয়েছেন তিনি।হাফিজের পর শহীদের দ্বিতীয় শিকার হয়েছেন ওপেনার সামি আসলাম। মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেওয়ার আগে ৮ রান করেছেন এই ক্রিকেটার।সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান : প্রথম ইনিংস, ৫৫৭/৮ ডিক্লেয়ার, ওভার ১৫২ (আজহার ২২৬, ইউনিস ১৪৮, আসাদ শফিক ১০৭; তাইজুল ৩/১৭৯, শহীদ ২/৭২, শুভাগত ২/৭৬)বাংলাদেশ : প্রথম ইনিংস, ২০৩/১০, ওভার ৪৭.৩ (সাকিব ৮৯*, ইমরুল ৩২, মাহমুদউল্লাহ ২৮, তাইজুল ১৬, মুশফিক ১৩, তামিম ৪; ইয়াসির ৩/৫৮)এমআর/এআরএস/পিআর

Advertisement