বিনোদন

এখনও যারা হলে গিয়ে ছবি দেখেন তাদের সালাম জানাই : আফজাল শরীফ

কমেডি অভিনেতা হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তুমুল জনপ্রিয় আফজাল শরীফ। প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ তিনি ‘নিঃশ্বাস আমার তুমি’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।

Advertisement

তবে আগের মত এখন আর আলোচনায় নেই জনপ্রিয় এই কমেডি অভিনেতা। চলচ্চিত্রের চেয়ে আফজাল শরীফ আজকাল বেশি ব্যস্ত নাটক নিয়ে। সারাবছর নাটকে অভিনয় করেন, টুকটাক চলচ্চিত্রেও দেখা যায় তাকে। এছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির প্রতিটি পর্বে তাকে দেখা যায়।

জাগো নিউজের সঙ্গে আলাপে আফজাল শরীফ যখন কথা বলছিলেন তখন তিনি নেত্রকোনায় নাটকের শুটিং করছিলেন। মুঠোফোনে তিনি বলেন, ‘এখানে একটি এক ঘণ্টার নাটকের শুটিংয়ে এসেছি গতকাল (শুক্রবার)। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফিরেছি। সকালে আবার নেত্রকোনায় রওনা দিয়েছি। এখন আমি প্রচুর ব্যস্ত। দম ফেলার টাইম পাচ্ছি না। এবারের ঈদের জন্য অনেকগুলো নাটকে অভিনয় করছি।’

আফজাল শরীফ বলেন, ‘রোববার আবার ঢাকা ফিরব। এরপর ঈদের জন্য নির্মিত ইত্যাদির বিশেষ পর্বের শুটিং হবে। সেটাতে অংশ নেব। হানিফ সংকেত স্যারের অফিসেই শুটিং হবে।’

Advertisement

আগের মতো আপনার চলচ্চিত্রে ব্যস্ততা নেই? এমন প্রশ্নের জবাবে আফজাল শরীফ বলেন, ‘চলচ্চিত্রে যে একেবারেই কাজ করছিনা এমনটা নয়, হাতে কয়েকটা ছবি আছে। হারজিৎ, পবিত্র প্রেম, অহংকার ইত্যদি।’ তিনি বলেন, ‘আগের মতো চলচ্চিত্রে আর সেই জৌলুস নেই, তাই ছবির সংখ্যাও কমে গেছে। আমাকে ছবির জন্য কল করা হলে আমি পছন্দ হলে কাজ করি।’

পরিচালক সমিতি থেকে শাকিব খানকে নিষিদ্ধ, এরপর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া, শিল্পী সমিতির নির্বাচনের রাতে অপ্রীতিকর ঘটনা, বাপ্পারাজকে পরিচালক সমিতি থেকে উকিল নোটিশ, এরপর দুপক্ষের কাদা ছোড়াছুঁড়ি; সবমিলিয়ে বর্তমানে চলচ্চিত্র পাড়ায় অস্থিরতা বিরাজ করলেও আফজাল শরীফ এ বিষয়ে কিছুই জানেন না!

তিনি বলেন, ‘আমি সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনের দিন (৫ মে) এফডিসিতে গিয়েছিলাম। এরপর আর তেমন কারও সঙ্গে যোগাযোগ হয়নি। এতকিছু হয়ে গেল আমাকে কেউ কিছু জানায়ওনি, তাই আমি কিছু জানিওনা। এসব নিয়ে আমার কোনো মাথাব্যাথাও নেই।’

আরও বলেন, ‘মে মাস পুরোটাই শুটিং নিয়ে ব্যস্ত থাকব। তারপরও আগামী সপ্তাহে একবার এফডিসি যাব। অনেকদিন যাওয়া হয় না। তবে যেই অবস্থা বিরাজ করুক না কেন, এই সমস্যা আমাদের নিজেদের। তাই এটা আমাদের নির্মাতা-শিল্পীদের সবাইকে এক হয়ে সমাধান করতে হবে। তারকা হারিয়ে যায়, ইন্ডাস্ট্রি টিকে থাকে। এটা চিরন্তন সত্যি কথা।’

Advertisement

চলচ্চিত্রে জৌলুস ফিরিয়ে আনতে হলে করণীয় কী জানতে চাইলে আফজাল শরীফ বলেন, ‘আগে পাইরেসির সমস্যা ছিল, এখন কিছুটা কমেছে। তবে প্রধান সমস্যা হচ্ছে সিনেমা হলের পরিবেশ ভালো না। একটা ঘটনা বলি- গতবছর আমি ছবি দেখতে একটি হলে গিয়েছিলাম। কিন্তু ছারপোকার কামড়ে বসতে পারিনি! আবার উঠেও আসতে পারছিলাম না। কারণ আমরা নিজের ছবি দেখতে হলে এসেছি।’

যোগ করে তিনি বলেন, ‘এমন পরিবেশ আর ভালো ছবির আকালের যুগে এখনও যারা হলে গিয়ে ছবি দেখেন তাদের সালাম জানাই। কারণ এত কষ্টে কামানো টাকায় যারা এখন ছবি দেখছেন হলের পরিবেশ ভালো হলে তারা সব ছবি আরও বেশি করে দেখবেন। শেষ সমস্যা ছবির গল্পগুলো যেন কেমন! আমাদের নিজেদের কাছেই তা গল্প মনে হয় না। মেকিং, ডিরেক্টর, অভিনয়শিল্পী, অ্যারেঞ্জমেন্ট সবই ঠিক আছে- কিন্তু যে গল্পগুলো নিয়ে ছবি হচ্ছে তার বেশিরভাগ দেখলেই মনে হয় বিদেশি গল্প। এগুলো থেকে সরে এসে আমাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে ছবি বানানো উচিত। তবেই আমরা অনেক ভালো কিছু করে দেখাতে পারব।’`

এনই/এলএ/আরআইপি