রাজনীতি

খালেদার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সদস্যরা বিএনপির কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে।

Advertisement

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে যায়। তবে কার্যালয় থেকে কাউকে আটক বা কোনোকিছু জব্দ করা হয়নি।

পুলিশের গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ এ তল্লাশিতে নেতৃত্ব দেন।

গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার কাছে তল্লাশির বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই না জানিয়ে বেরিয়ে যান।

Advertisement

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা কেবল এটুকু জানিয়ে যান যে, ডিএমপি কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিং করা হবে। 

এদিকে পুলিশের এই্ তল্লাশির সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি অজ্ঞাতানামা জিডির রেশ ধরে এ তল্লাশি চালানো হয়েছে। বিএনপির মতো একটি দলের কার্যালয়ে এভাবে হঠাৎ করে কোনো প্রকার নোটিশ বা আগাম না জানিয়ে  তল্লাশি চালানো গণতান্ত্রিক রাজনীতির উপর নগ্ন হস্তক্ষেপ। এর তীব্র নিন্দাও জানান রিজভী।এএসএস/এআরএস/এনএফ/আরআইপি