মুক্তিযোদ্ধ করেছেন কিন্তু এখনো মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তাদের জন্য এখনো সুযোগ আছে। তবে বেশি দিন নয়, আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তারা। তাদেরকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে অন লাইনে আবেদন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের শেষ কার্য দিবসে চাপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (www.jamuka.gov.bd) এই ঠিকানায় আবেদন করা যাবে। এর আগে সংসদের চলতি অধিবেশনে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছিল ৩০ জুন শেষ হচ্ছে মুক্তিযোদ্ধাদের গেজেটে নাম অন্তর্ভুক্তিকরণ। এবার এক মাস বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছে।৩০ জুলাই’র পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
Advertisement