খেলাধুলা

ফাইনালে যেতে মুম্বাইর প্রয়োজন ১০৮ রান

সময়মত আর জ্বলে উঠতে পারলো না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স উপহার দিয়ে আসার পর কোয়ালিফাইং রাউন্ডে এসে ব্যর্থ নারিন-ক্রিস লিন-গৌতম গম্ভীররা। ফলে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইর বোলারদের সামনে পুরো ২০ ওভারই খেলতে পারলো না শাহরুখ খানের দল। ১৮.৫ ওভারে অলআউট হয়েছে ১০৭ রানে। ফাইনালে ওঠার জন্য ১০৮ রানের লক্ষ্যে ব্যাট করছে মুম্বাই ইন্ডিয়ান্স।

Advertisement

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই জসপ্রিত বুমরাহ আর করণ শর্মার তোপের মুখে পড়ে কেকেআরের ব্যাটসম্যানরা। ক্রিস লিন ৪ রান করে, সুনিল নারিন ১০ রান করে আউট হয়ে যান। এরপর নিয়মিত বিরতিতে গম্ভির ১২, উথাপ্পা ১, জাগ্গি ২৮, গ্রান্ডহোম শূন্য, সুর্যকুমার যাদব সর্বোচ্চ ৩১, পিযুশ চাওলা ২, নাথান কাউল্টার নেইল ৬, উমেষ যাদব ২, এবং অঙ্কিত রাজপুত আউট হন ৪ রান করে।

মুম্বাইর বোলারদের মধ্যে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন করণ শর্মা নেন ৪ উইকেট। ৩ ওভারে ১ মেডেন এবং ৭ রান দিয়ে ৩ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। মিচেল জনসন ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। বাকি ১ উইকেট নেন লাসিথ মালিঙ্গা।

আইএইচএস/

Advertisement