দেশজুড়ে

‘বাংলাদেশের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে হবে’

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ভারতীয়দের স্বার্থে নয়, বাংলাদেশের স্বার্থে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে হবে। বাংলাদেশের প্রাণ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচাতে হবে।

Advertisement

শুক্রবার দুপুরে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে খুলনায় এক প্রচারাভিযানে তিনি এ কথা বলেন।

তিনি আগামী জুলাই মাসে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে সুন্দরবনকে বাদ দেয়ার আগেই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের আহ্বান জানান।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে বটিয়াঘাটা ও দাকোপে প্রচারাভিযান শুরু হয়। খুলনা মহানগরীর গল্লামারী, জেলার ছাচিবুনিয়া, চক্রাখালী, বটিয়াঘাটা বাজার, কাতিয়ানাংলা, পানখালী ফেরীঘাট ও চালনা বাজারে প্রচার চলে সন্ধ্যা পর্যন্ত।

Advertisement

বটিয়াঘাটা বাজারে পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশ এবং চালনা বাজারে গণসংযোগ ও মিছিল করা হয়।

এ সময়  সংগঠনের খুলনা জেলা আহ্বায়ক এস এ রশিদ, সদস্য সচিব মোস্তফা খালিদ খসরু, সিপিবি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমিন, ইউসিবিএল জেলা সাধারণ সম্পাদক ডা. সমরেশ রায়, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, বাসদ খুলনার আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা গোলাম মোস্তফা, সিপিবি নেতা সমীরণ গোলদার, অশোক সরকার, অধ্যাপক নিহার গোলদার, অধ্যাপক অসিত সরকার, কিশোর রায়, প্রলয় মজুমদার, তপন সরদার, অ্যাড. তাপস বিশ্বাস, মিজানুর রহমান স্বপন, মীর ওবায়দুর রহমান, ধীমান বিশ্বাস, ছাত্রনেতা আজিজুল ইসলাম, রাহাত খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/আরএআর/এমএস

Advertisement