খেলাধুলা

টস হেরে ব্যাট করছে কলকাতা

জিতলেই ফাইনাল। আবার হারলে বিদায় নিতে হবে আইপিএল থেকে। এমনই এক বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ব্যাট করছে কলকাতা কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।

Advertisement

দুদলের অতীত পরিসংখ্যানে এগিয়ে আছে মুম্বাই। সব মিলিয়ে আইপিএলে দুদল মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে মুম্বাই জিতেছে ১৫ বার। আবার সাম্প্রতিক পারফরম্যান্সও এগিয়ে রাখছে মুম্বাইকে। চলতি আইপিএলে দুবার সাক্ষাৎ হয়েছে। দু’বারই হেরেছে কেকেআর।

প্রথম কোয়ালিফায়ারে রাইজিং পুনে সুপারজায়ান্টের মুখোমুখি হয়েছিল মুম্বাই। ম্যাচটিতে ২০ রানে হেরে গেছে রোহিত শর্মার দল। পুনের ছুড়ে দেয়া ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থেমেছে ১৪২ রানে। অপরদিকে  বৃষ্টি বিগ্নিত এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় কেকেআর।

এদিকে ক্রিকেটে যে সব সময় পরিসংখ্যান টিকে না। তাই শেষ পর্যন্ত পুনের বিপক্ষে কে ফাইনাল খেলবে তা জানতে অপেক্ষায়ই থাকতে হবে।

Advertisement

এমআর/এমএস