জাতীয়

মৌসুমি ফলে কীটনাশক ব্যবহার বন্ধের আহ্বান পরিবেশবাদীদের

মৌসুমি ফলে কীটনাশক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। খাদ্যে ভেজাল সমস্যাকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলার মতো গুরুত্ব দিয়ে মহাপরিকল্পনা হাতে নেয়ার দাবি জানিয়েছেন তারা। এছাড়া রোগ এবং অকাল মৃত্যু থেকে জাতিকে রক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কঠোর আইন প্রণয়নেরও দাবি জানানো হয়।

Advertisement

শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাতটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান পরিবেশবাদীরা। মানববন্ধনে অংশ নেয় পরিবেশ আন্দোলন মঞ্চ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অরুণোদয়ের তরুণ দল, সচেতন নগরবাসী, সুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা, জনস্বার্থ ফাউন্ডেশন ও স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা।

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সচেতন নগরবাসীর সভাপতি রোস্তম খান, সুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উম্মে সালমা, অরুণোদয়ের তরুণ দলের সভাপতি সহিদুল ইসলাম বাবু, জনস্বার্থ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুষার হাসনাত, গ্রীন মাইন্ড সোসাইটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নগরবাসী সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন, সুজন কামরাঙ্গীরচর থানার দফতর সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মৌসুমি ফলে নির্বিচারে কীটনাশক ব্যবহারের ফলে জনগণ স্বাস্থ্যগত উচ্চ ঝুঁকিতে রয়েছেন। ফলে চিকিৎসা ব্যবস্থার উপর চাপ বাড়ছে। এতে জনস্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। রাসায়নিক বিষ মেশানো ফল খেয়ে মানুষ পেটের পীড়া, শ্বাসকষ্ট, অ্যাজমা, গ্যাস্ট্রিক, লিভার নষ্ট হয়ে যাওয়া, ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা।  ভেজাল খাদ্যপণ্য বাজারজাত করে এক শ্রেণির ব্যবসায়ী হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

Advertisement

এমএসএস/জেডএ/ওআর/এমএস