জাতীয়

খাদ্যে ভেজালকারীদের শাস্তি দাবি

দেশের ১৮ কোটি মানুষ বর্তমানে খাদ্যে ভেজাল আতংকে রয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে ঢাকাস্থ সোনাইমুড়ি যুবকল্যাণ সমিতি।

Advertisement

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, প্রতিদিন আমরা বেঁচে থাকার তাগিদে বিভিন্ন ধরনের খাবার খাই। এসব খাদ্যে ভেজাল থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমরা ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।

কতিপয় অতি মুনাফালোভীর কারণে সবার জীবন আজ হুমকির মুখে উল্লেখ করে তারা বলেন, ভেজালকারীরা গণদুষমন, তাই এখনই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে একদিন সমগ্র জাতি ধ্বংস হয়ে যাবে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদেকে প্রতিরোধ করতে হবে।

Advertisement

সভাপতি রহিম উল্যাহর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিতি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু, বাংলাদেশ মনিহারি বণিক সমিতির সভাপতি খলিল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

এএস/এমএমজেড/পিআর