দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার আমতলা এলাকার ন্যাচারাল সোয়েটার ভিলেজ কারখানার তিন শতাধিক শ্রমিক বিশমাইল-জিরাবো সড়কে এই বিক্ষোভ মিছিল করে।শ্রমিকরা জানান, গত এক মাসের বকেয়া বেতন না দিয়ে বৃহস্পতিবার সকালে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দনি নিরাপত্তা কর্মীরা। কারখানার তিন শতাধিক শ্রমিক সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানার মূল ফটকে তালা ও অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে ফিরে যান। বিকেলে কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বিশমাইল-জিরোবো সড়কের আমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কুটিরিয়া বাসস্ট্যান্ডে গিয়ে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে রাখে। এসময় শ্রমিকরা মিছিল থেকে অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন দেয়ার জন্য মালিক পক্ষকে অনুরোধ জানান। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে কুটুরিয়া বাসস্ট্যান্ড থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা চলে গেলে যানচলাচল স্বাভাবিক হয়। এমজেড/আরআইপি

Advertisement