দেশজুড়ে

রংপুরে শিশু হত্যা মামলায় নারীর ফাঁসি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ৬ বছরের শিশু রুম্মনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাজেদা বেগম নামে এক নারীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।দীর্ঘ ৮ বছর পর বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কামরুজ্জামান এ আদেশ দেন।মামলার বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফারুখ আহাম্মেদ জানান, ২০০৭ সালের ২৩ জুলাই গঙ্গাচড়া উপজেলার ঠাকুরদহ মন্দিরপাড়া গ্রামের মাজেদা বেগম পূর্ব শত্রুতার জের ধরে শিশু রুম্মনকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় নিহত রুম্মনের পরিবার মাজেদাকে প্রধান আসামি করে অজ্ঞাত ৬/৭ জনের নামে ২৪ জুলাই গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি মাজেদা বেগমকে গ্রেফতার করে আদালতে হাজিরের পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাজেদা।দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ ও তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেন আদালত। রায় ঘোষণার পর মাজেদাকে জেল হাজতে পাঠানো হয়েছে।এমএএস/আরআই

Advertisement