আন্তর্জাতিক

ব্যবহারের অযোগ্য নেপালের রাষ্ট্রপতি ভবন

ব্রিটিশ আমলে তৈরি নেপালের রাষ্ট্রপতি ভবন ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করেছে বিশেষজ্ঞ দল। বিধ্বংসী ভূমিকম্পে ‘শীতল নিবাস’ নামে পরিচিত ওই ভবনের দেওয়ালে ফাটল ধরেছে। নেপালের নগরোন্নয়ন বিভাগের বিশেষজ্ঞরা ভবনের সামনের অংশকে ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করেছেন। দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।ভবনটির নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা সামনের অংশে লাল স্টিকার সেঁটে দিয়েছেন। অংশটিকে ভেঙে নতুন করে তৈরি করার পরামর্শ দিয়েছেন তারা।ভূমিকম্পের পর রাষ্ট্রপতি ভবন পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা তিনটি ভাগে ভাগ করেছেন। লাল দাগ দেয়া অংশটি ব্যবহারের অযোগ্য, হলুদ দাগ দেওয়া অংশটির মেরামতির প্রয়োজন আর সবুজ দাগ দেওয়া অংশটি ব্যবহারে কোনো বাধা নেই। মাত্র চারটি কক্ষকে ব্যবহারের যোগ্য বলে জানানো হয়েছে।উল্লেখ্য, গত ২৫ মে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে নেপাল। এখন পর্যন্ত সাত হাজার ৬৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  ভূমিকম্পের পরই রাষ্ট্রপতি রাম বরণ যাদব অন্যত্র সরে গেছেন। তিনি প্রায় ছয়দিন তাঁবুতে কাটান। বিএ/আরআইপি

Advertisement