জাতীয়

ঢাবি ছাত্রীর ভুল চিকিৎসার অভিযোগে সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ভুল চিকিৎসার অভিযোগে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ব্যাপক ভাংচুর করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই অসুস্থ ছাত্রীর সহপাঠীরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পরে ধানমন্ডি থানা পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বাধা দেয়। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কাল রাতে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে কর্তব্যরত চিকিৎসক জানান তার ক্যান্সার হয়েছে। সে অনুযায়ী চিকিৎসাও চলে। তবে আজ ডাক্তার জানায়, ওই ছাত্রী ক্যান্সার নয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এরপর ওই শিক্ষার্থীর আত্মীয়-স্বজনরা হাসপাতালে চলে আসেন।

খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্ষুব্ধ সহপাঠীরা এসে ভাঙচুর শুরু করে। পুলিশ গিয়ে শিক্ষার্থীদের নিবৃত করে। এ ঘটনায় দুই ডাক্তারকে শিক্ষার্থীদের ভাঙচুর ও হামলার হাত থেকে বাঁচাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

জেইউ/ওআর/জেআইএম

Advertisement