ঘটনাটি গত এপ্রিলের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান কাপের একটি ম্যাচ নিয়ে বাগযুদ্ধে জড়ান পাঞ্জাবের দুই ক্রিকেটার উমর আকমাল ও জুনায়েদ খান। তাদের এই বাগযুদ্ধ মিডিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করে। নজরে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত শেষ।
Advertisement
বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে রিপোর্ট পাঠিয়ে দেয় ওই কমিটি। পাশাপাশি দুজনকে সতর্কও করেছিল। অপেক্ষা ছিল সিদ্ধান্তের। সিদ্ধান্তও নেয়া হয়েছে। উমর আকমল এবং জুনায়েদ খানকে ম্যাচ ফি`র ৫০ শতাংশ জরিমানা করেছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত মাসে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান কাপে অসদাচরণের কারণে উমর আকমল এবং জুনায়েদ খানকে ম্যাচ ফি`র ৫০ শতাংশ জরিমানা করেছে পিসিবি। দুজনকে সতর্ক করে দেয়া হয়েছে। এক মাস তাদের পর্যবেক্ষণে রাখা হবে। সময়টা শুরু ১৮ মে থেকে। শৃঙ্খলা ভঙ্গ করলে এক মাসের নিষেধাজ্ঞার কবলে পড়বে উমর-জুনায়েদ।’
ঘরোয়া লিগে পাঞ্জাবের অধিনায়ক উমর। পাঞ্জাব-সিন্ধুর ম্যাচ শুরু হওয়ার আগে একাদশ নিয়ে প্রশ্ন করা হয় অধিনায়ক উমরকে। উমর জানান, ম্যাচটিতে পেসার জুনায়ের খানের পরিবর্তে খেলবেন অলরাউন্ডার নাসির নজীর।
Advertisement
পাঞ্জাব অধিনায়ক বলেন, ‘মাঠে প্রবেশের সময় আমি জানতে পারি, সে (জুনায়েদ খান) এখানে অনুপস্থিত। আমি খুব অবাক হয়েছি। ম্যানেজার এবং কোচ আমাকে জানান, জুনায়েদ আজ খেলবে না। একজন অধিনায়ক হিসেবে এটি আমার জন্য বিস্ময়ের।’
কিছুক্ষণ পর জুনায়েদ এক ভিডিওবার্তায় বলেন, ‘উমার আকমল মাত্র বলল আমি ম্যাচ থেকে পালিয়ে এসেছি- এটা শুনে আমি খুবই হতাশ। সত্যি ব্যাপারটি হচ্ছে, আমি খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যায় ভুগছি। আমি বিষয়টা দলকে জানিয়েছি এবং তারা আমাকে বিশ্রাম নিতে বলেছেন।’
এনইউ/পিআর
Advertisement