দেশজুড়ে

চাঁদার টাকা না পেয়ে বেঁধে রেখে নির্যাতন

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে  চাঁদাবাজরা এক রাজমিস্ত্রীকে বেঁধে রেখে রাতভর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িয়াল এলাকা থেকে নির্যাতিত রাজমিস্ত্রীকে উদ্ধার করে পুলিশ। নির্যাতিত রাজমিস্ত্রী মোশারফ মিয়া পার্শ্ববর্তী চারিতালুক এলাকার রতন মিয়ার ছেলে।মোশারফ মিয়া জাগো নিউজকে জানান, তিনি চারিতালুক এলাকার ৫ শতাংশ জমি হাসেম মিয়াদের কাছে বিক্রি করেন। জমি বিক্রির পর থেকে কুড়িয়াল এলাকার চাঁদাবাজ মুরাদ মিয়াসহ তার লোকজন মোশারফ মিয়ার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। গত বুধবার বিকেলে স্থানীয় আতলাপুর বাজার থেকে চাঁদাবাজরা মোশারফ মিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর একটি ঘরে আটকে রেখে বেঁধে রাতভর নির্যাতন চালান। খবর পেয়ে পরিবারের লোকজন থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে উদ্ধার করে।বর্তমানে মোশারফ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জাগো নিউজকে জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।মীর আব্দুল আলীম/এমজেড/আরআই

Advertisement